/ চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলের আদলে টিকটক ভিডিও বানানোর অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১২ তরুণকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার কালা মিয়ার দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক তরুণদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। তাঁরা কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। তাঁরা হলেন ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম।

পুলিশ জানায়, আটক তরুণেরা বিকেলে রাস্তার ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলের আদলে টিকটকের জন্য ভিডিও ধারণ করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, আটক তরুণদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।