বেশ কিছুদিন লাগাতার বৃষ্টির পর দুদিন বিরতি থাকার পর ১৩ ও ১৪ জুলাই অবিরাম বৃষ্টির কারনে কেশবপুর শহর সহ শহর সংলগ্ন গ্রাম ও উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০টি গ্রামের অসংখ্য বাড়ি প্লাবিত হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানিয়েছেন বাড়িতে পানিতে প্লাবিত হবার পর যদি কারো বাড়িতে থাকার ব্যবস্থা না থাকে তাহলে শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় খুলে দেয়া হয়েছে সেখাতেরা আশ্রয় নিতে পারবে। দুদিনের এবর্ষনে কেশবপুর শহরের মাছহাটা,তরকারীর হাট,ধানহাটা,মধুসড়ক,আলতাপোল বিশ্বাস পাড়া,মীরপাড়া,তলিয়ে গেছে। এ ছাড়া উপজেলার একটি পৌর সভা ও ১১ টি ইউনিয়নের বহু গ্রাম তলিয়ে গেছে।