ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে বসতঘরের খাটের ওপর থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ওই তরুণের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই গ্রামের আব্দুস সালামের ছেলে মো. রাকিবুল ইসলাম (১৯)। মা-বাবা নরসিংদীতে ও নিজে ভালুকায় একটি মনিহারি দোকানে কাজ করেন।গত কোরবানি ঈদ করতে সবাই বাড়িতে আসেন। এর মধ্যে মা-বাবা দুজনেই কর্মস্থলে চলে গেলেও রাকিব বাড়িতে কাজ আছে বলে থেকে যান। এ অবস্থায় নিজের কর্মস্থলে না গেলেও প্রতিনিয়তই বন্ধুদের নিয়ে আড্ডায় মজে থাকতেন তিনি।
নিহতের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে রাকিবুলের আধাপাকা বসতঘর থেকে আড্ডার শব্দ শুনতে পান প্রতিবেশীরা।পরদিন সকালে রাকিবুল ঘুম থেকে উঠেননি।
রাকিবুলের ফুফু শেফালি বেগম বারান্দা থেকে উঁকি মেরে দেখতে পান শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যান চলছে। তিনি বারান্দা গ্রিলের দরজা খুলে দেখাতে পান রাকিবুলের রক্তাক্ত মরদেহ খাটে পড়ে রয়েছে। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।পরে ঈশ্বরগঞ্জ থানায় খবর দেওয়া হয়। আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সেখানে যায়। পরে আলামত সংগ্রহের পর মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘নিহতের গলার একপাশে কাটা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাটুলিয়া গ্রাম থেকে জুবায়ের (১৯) রাকিব মিয়া (২১) ও কাউসার (১৮) নামের তিন তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।