আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন, এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে সুন্দরবন ও পরিবেশের ভারষম্য রক্ষায় পলিথিন ও প্লাষ্টিক দুর্ষণ প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে এক করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাপকক্ষে ইয়ুথ ফর দি সুন্দরবন আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সহকারী অধ্যাপক জাকির হোসেন মনি।
বিশেষ আলোচক ছিলেন রুপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, ইয়ুথ ফর দি সুন্দরবন সদস্য মাশরাফি মজিদ আকিব, আমেনা আক্তার ইতি, রুম্মান হোসাইন, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হাওলাদার, পলাশ হোসেন মৃধা, শহিদুল ইমলাম, মামুন শেখসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
বক্তারা বলেন, সুন্দরবন ও পরিবেশের ভারষম্য রক্ষায় পলিথিন ও প্লাষ্টিক বর্জনে আজ থেকে জনসচেতনতায় গণজোয়ার সৃষ্টি করতে হবে। বণ্যা, দুর্যোগে ঢাল হয়ে দাড়ায় যে সুন্দরবন, তাকে সুরক্ষায় রাখতে আমাদের সকলের অবদান রাখতে হবে।
আলোচনার পূর্বে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।