খুলনার রূপসা উপজেলায় আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনকভাবে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৭ জুলাই) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
নিহত আমেনা বেগম বাগমারা এলাকার আসকারী হোসেনের মেয়ে এবং দুবাই প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে রামনগর গ্রামের হাফিজ শেখের বাড়িতে ভাড়া থেকে একা বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার রাতে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আমেনা। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার ভাড়া বাসায় গিয়ে খাটের ওপর নিথর দেহ দেখতে পান।
আমেনার স্বজন মাহফুজা বলেন, “এর আগের দিন বোনের জন্মদিনে অনেক হাসি-আনন্দ করেছে আমেনা। কেন সে আত্মহত্যা করল, তা আমরা কিছুতেই বুঝতে পারছি না।”
একাধিক সূত্র জানিয়েছে, আমেনার স্বামী বিদেশে থাকায় স্থানীয় এক মাছ ব্যবসায়ীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় এক বছর ধরে। ওই যুবক নৈহাটি ইউনিয়নের সাবেক এক ইউপি চেয়ারম্যানের আত্মীয় হওয়ায় তাকে প্রায়ই আমেনার ঘরে আসা-যাওয়া করতে দেখা যেত। তবে বিষয়টি জানলেও সামাজিক অবস্থানের কারণে স্থানীয়রা প্রকাশ্যে কিছু বলতে সাহস পেতেন না।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন,“গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এলাকাবাসী মনে করছেন, বিষয়টি রহস্যজনক। আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কিনা, তা নিয়ে নানা গুঞ্জন চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের মাধ্যমে আসল কারণ জানা যাবে বলে সবাই অপেক্ষা করছেন।