দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলায় এলাকার নীরিহ মানুষদেরকে হয়রানী না করার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার তিন পরিবার।
গতকাল সোমবার সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান। পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসিফ মোল্লার স্ত্রী সাদিয়া আফরিন ও কাজী রায়হানের স্ত্রী কামরুন নাহার কেয়া বক্তব্য রাখেন। এছাড়াও তারা স্বরাষ্ট উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
সেখানে তারা উল্লেখ করেন, গত ১১ জুলাই বেলা ১টা ২০ মিনিটের সময় মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমানকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজ বাড়ীর সামনে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের একদিন পর শনিবার দুপুরে নিহতের পিতা মো. আব্দুল করিম মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় শিক্ষার্থী কাজী রায়হান ও বিশিষ্ট ব্যবসায়ী আসিফ মোল্লাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এছাড়া অপর প্রতিবেশী ব্যবসায়ী ইমন হাওলাদারের বাড়িতে গিয়ে হয়রানী করছে পুলিশ।
আসিফ মোল্লার স্ত্রী সাদিয়া আফরিন বলেন, মোটরসাইকেলে যে তিনজন হত্যাকারীকে সিসি ক্যামেরায় চিহ্নিত করা হয়েছে তাদের সাথে উল্লেখিত তিনজনের ছবির সাথে কোন মিল নেই। এ হত্যা মামলায় গ্রেফতার হওয়া কাজী রায়হান ও আসিফ মোল্লা নামে দ্জুনকে গ্রেফতার করা হয়েছে যারা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত।
তবে এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, মাহবুব হত্যার ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে রায়হানের সাথে হত্যাকারীর একজনের চেহারার মিল রয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে প্রকৃত ঘটনা কি।