/ যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদ ইকবাল হোসেন

যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদ ইকবাল হোসেন

রিপন হোসেন সাজু, নেহালপুর (যশোর): যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, প্রথম দফায় বিএনপি যখন দেশব্যাপী মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করে, তখন যশোর জেলার ৬ টি আসনের মধ্যে একমাত্র যশোর-৫ (মনিরামপুর) আসনে কোনো প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা ও আলোচনা। এরপর দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীসহ আলহাজ্জ্ব এ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন রাজধানী ঢাকায় যান। তারা বিএনপির নীতিনির্ধারক পর্যায়ে একের পর এক বৈঠকে অংশগ্রহণ করেন। এসব বৈঠক শেষে তারা মনিরামপুরে ফিরে এসে নির্বাচনী মাঠে সক্রিয় হন। মনোনয়ন ঘোষণার আগেই তারা দলীয় প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা শুরু করেন। একই সঙ্গে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখেন। অবশেষে বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করতে হবে।” তিনি একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। প্রার্থী ঘোষণার পর মনিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্র জানিয়েছে, খুব শিগগিরই মনিরামপুরে ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী কার্যক্রম জোরদার করা হবে।