/ যশোরের ঝিকরগাছায় সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা আটক

যশোরের ঝিকরগাছায় সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা আটক

যশোরের ঝিকরগাছায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ২ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, পৃথক দুটি অভিযানে নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে নির্বাসকুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৬৫) এবং হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তারিফ হোসেন (৪২)-কে আটক করা হয়েছে। বর্তমানে আসামিরা থানা হেফাজতে আছে।

ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মামলা আছে এবং তাদের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের আটক করা হয়েছে।’ আজ বেলা সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আটকদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছিল।