/ মোরেলগঞ্জে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

মোরেলগঞ্জে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা , মোরেলগঞ্জ(বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক চত্বর এলাকায় এ মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাগেরহাট জেলা আঞ্চলিক শাখার মোরেলগঞ্জ উপজেলার ৩ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা।
মানববন্ধন থেকে শিক্ষক ও শিক্ষার্থী বলেন, সরকারিভাবে কিন্ডারগার্টেন আওতাধীন বিদ্যালয়গুলোতে বছরের শুরুতেই বিনামূল্যে বই প্রদান, সরকারি প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাগুলোতে অংশ গ্রহন করছেন ছাত্র-ছাত্রীরা। সম্প্রতি প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রনালয়ের এক নির্দেশনায় এ বিদ্যালয়গুলোর ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা সরকারিভাবে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। শিক্ষাক্ষেত্রে একই মন্ত্রনালয়ের দুই নিয়ম এ বৈষম্য কমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে হতাশ করা হয়েছে। ইতোপূর্বে কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় যেভাবে অংশ গ্রহন করেছে এ বারেও একই নিয়মে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে সে সিদ্ধান্ত বহাল রাখার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন লাইসিয়াম একাডেমির শিক্ষক সালমা আক্তার, জেকে’র দেবকুমার, উত্তম কুমার, মোরেলগঞ্জ মডেল একাডেমির নাহিদ ইসলাম, মিয়া ফুহাদের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল খালিদ প্রমুখ।