নিজস্ব সংবাদদাতা, কলারোয়া (সাতক্ষীরা): মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কলারোয়ার এক যুবকসহ ৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুই বাংলাদেশি।
নিহতরা হলেন, কলারোয়ার বামনখালি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাব্বির রহমান(৩০), যশোরের হাসানুরের ছেলে জাহিদ(২১) এবং যশোর জেলার কেশবপুরের ভাল্লুকঘর এলাকার আসাদুলের ছেলে আব্দুল্লাহ(২৪)। সাব্বির ওই গাড়ির চালক ছিলেন।
মালয়েশিয়া প্রবাসী কলারোয়ার সামিউল আজম চঞ্চল জানান, শুক্রবার মালয়েশিয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার কুয়ান্তান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে মাইক্রো গাড়ির পিছনের টায়ার বাস্ট হয়ে উল্টে গেলে গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই ৫ জনই একেই কর্মস্থলে কাজ করতেন।