যশোর সদর উপজেলার শানতলা এলাকায় ভৈরব নদে মাছ ধরতে গিয়ে মধুসূদন খাঁ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মধুসূদন খাঁ দীর্ঘদিন স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবার জানায়, তিনি নিজ বাড়ির পাশেই ভৈরব নদে আগের দিন পেতে রাখা জাল তুলতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির মধ্যে পা পিছলে নদীতে পড়ে যান এবং আর উঠতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুক্ষণ পর তার নিথর দেহ পানির ওপরে ভেসে ওঠে। তার মেয়ে শান্তা রানী ও আশপাশের কয়েকজন নারী নদীতে গোসল করতে গিয়ে দেহটি দেখতে পান। তাদের চিৎকার শুনে প্রতিবেশী দীপ্ত কুমার ও অসিত কুমার দৌড়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মধুসূদন খাঁ’র গ্রামের বাড়ি যশোর সদরের হাসিমপুরে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল অর্ডিন্যান্স বিভাগে দীর্ঘদিন চাকরি করেছেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত ছিলেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “ভৈরব নদে মাছ ধরতে গিয়ে এক অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মৃত্যুর খবর পেয়েছি। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।”
স্থানীয়দের মাঝে ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসর জীবনযাপনরত একজন বৃদ্ধের এমন করুণ মৃত্যু এলাকাবাসীকে নাড়া দিয়েছে।