/ বাধালে জমে উঠেছে আগাম সুপারি হাট

বাধালে জমে উঠেছে আগাম সুপারি হাট

শুভংকর দাস বাচ্চু, বাধাল(কচুয়া): কচুয়ার বাধালে জমে উঠেছে আগাম উঠতি কাঁচা-পাকা সুপারি হাট। বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক সংলগ্ন ঐতিহ্য বাধাল হাট। বাগেরহাট জেলার অন্যতম বৃহৎ সুপারির হাট। সপ্তাহে দু‘দিন রোববার ও বৃহস্পতিবার বসে এ হাট।


বাধাল অঞ্চল লবণ ও মিষ্টি পানির সংমিশ্রিত এলাকা যার কারণে এখানকার সুপারি খেতে সুস্বাদু হওয়ায় দেশের উত্তর অঞ্চলের জেলাগুলিতে চাহিদা বেশি যা “বাগেরহাটে সুপারি” নামে পরিচিত। এখন বাজার মূল্য বেশি। গত বছরের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় সুপারির উৎপাদন ভালো হয়েছে।

রোববার সকালে সরেজমিনে বাধাল হাটে ঘুরে দেখা যায়, বাজারে বিক্রেতা ও ক্রেতার সমাগম চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে ভ্যান, ইজিবাইকে করে বস্তা, ঝাকা ভর্তি সুপারি নিয়ে হাটে আসছেন সুপারি চাষি ও খুচরা ব্যবসায়ীরা। চলছে দাম কষাকষি। বিক্রিও হচ্ছে খুব। আড়তদার, ব্যবসায়ীরা ক্রয় করে করে রাখছেন।

পার্শ্ববর্তী উপজেলার হোগলাপাশা, বনগ্রাম, দাশখালী, কদমতলাসহ বিভিন্ন এলাকা থেকে এ বাজারে সুপারি বিক্রয় করতে আসেন। বাধাল গ্রামের সুপারি বিক্রি করতে আসা আঃ জলিল শেখ বলেন, এ বছর আমাদের সুপারির ফলন ভালো হয়েছে। সুপারির আকারও অনেক ভালো। বর্তমানে বাজার ভালো আছে। রামচন্দ্রপুর গ্রামের আলম শেখ নামে এক খুচরা ব্যবসায়ী বলেন, আমরা গৃহস্তের নিকট থেকে ক্রয় করে এনে এ হাটে বিক্রয় করি। আমাদের কুড়ি প্রতি ৩০/৪০ টাকা লাভ হয়। আকার ভেদে প্রতি কুড়ি (২৩১টি) সুপারি ৭শ টাকা থেকে ৯শ টাকায় ক্রয়-বিক্রয় হচ্ছে। তবে আজকে বাজার একটু কম।

সুপারি ব্যবসায়ী অসিত দাস বলেন, ‘বাধাল হাট থেকে সুপারি ক্রয় করে আমরা সরাসরি রংপুর ও আশপাশের জেলাতেও বিক্রি করি। সুপারি বাজারে উঠতে শুরু করেছে এখন বাজার ভাল আছে। এ বছর আগাম প্রচুর-পরিমাণ সুপারি উঠতে শুরু করেছে। আকার ভেদে প্রতি বস্তায় ১২ থেকে ২০ কুড়ি সুপারি হয়। বর্তমানে প্রতি হাটে তিন থেকে পাঁচশ বস্তা সুপারি হচ্ছে। প্রতি হাটে সুপারি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে আমরাও লাভবান হব এবং চাষিরাও লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, বাগেরহাট জেলার মধ্যে কচুয়া উপজেলায় বেশি সুপারি উৎপাদিত হয়। এ বছর ১ হাজার ২৩২ হেক্টর জমিতে সুপারি উৎপাদন হয়েছে। গত বছরের তুলনায় এবছর সুপারির ফলন হওয়ায় সুপারি চাষে আগ্রহী হচ্ছে অনেকে। আমরাও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।