/ বরগুনায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, কলেজছাত্রীর আত্মহনন

বরগুনায় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, কলেজছাত্রীর আত্মহনন

বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের পর প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় আত্মহত্যা করেছেন তানজিলা (১৮) নামের এক কলেজছাত্রী। মঙ্গলবার রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিকের নাম রাকিব চৌকিদার (১৯)। তিনি মৃত তানজিলার প্রতিবেশী।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী রাকিব দীর্ঘদিন ধরে তানজিলাকে উত্ত্যক্ত করে আসছিলেন। এক পর্যায়ে তানজিলা ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানেও রাকিব তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এই সুযোগে তিনি বিয়ের প্রলোভনে তানজিলাকে একাধিকবার ধর্ষণ করেন। চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু গত তিন মাসেও তিনি তাকে বিয়ে করেননি। পরে মঙ্গলবার সকালে রাকিব তানজিলাকে বিয়ে করতে অসম্মতি জানান।এতে প্রেমিকের ওপর অভিমান করে রাত ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরে প্রেমিক রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কালাম গাজী বলেন, ‘‌‌রাকিব আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। পরে বিয়ে না করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে আমাদের সম্মানহানি ঘটিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

কলেজছাত্রীর আত্মহননের বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘‌খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’