/ বড়দলের ঝুঁকিপূর্ণ সড়কে জনভোগান্তি চরমে

বড়দলের ঝুঁকিপূর্ণ সড়কে জনভোগান্তি চরমে

নিজস্ব সংবাদদাতা, বড়দল (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের বড়দল ইউনিয়ন পরিষদ থেকে মধ্যম বড়দল  মেসের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়  জনগুরুত্বপূর্ণ চলাচলের সড়কটি মারাত্মক ঝুকিপূর্ণ।উত্তর বড়দল বড়দল বাজার, বড়দল মিশন, মধ্যম বড়দল গ্রামের হাজারো  মানুষ চরম দুর্ভোগ পোয়াচ্ছেন। মধ্যম বড়দল মেসের আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বড়দল ইউনিয়ন পরিষদ পর্যন্ত সবখানেই খানাখন্দ,নিম্নমানের ইট উঠে যেয়ে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে প্রায় ১ কিঃ মিঃ রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

‎সড়কটির মৃত হান্নান গাজীর  বাড়ির সামনে ইটের রাস্তাটি ভেঙ্গে পুকুরের গর্ভে চলে গেছে,শুকর মালির বাড়ির সামনের রাস্তাটি পুকুরে যায় যায় ভাব । ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে সামান্য বরাদ্দে পুকুরের মধ্যে আংশিক ইটের গাথুনি দিয়ে নামমাত্র পাইলিং করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে বড়দল মেছের আলী প্রাথমিক বিদ্যালয়, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল, বড়দল দারুছুন্নাহ আলিম মাদ্রাসার ছাত্র-ছাত্রী,বড় দল এলাকার একাধিক মসজিদের মুসল্লী, বড়দল বাজারে হাজারো মানুষ এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে চলাচল করে থাকে  থাকে। জরুরী ভিত্তিতে সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষানাবেক্ষণ উন্নয়ন করার জন্য দাবি জানানো হয়েছে।

‎ভোগান্তির স্বীকার এলাকাবাসী পক্ষ থেকে মাস্টার কানাইলাল মিত্র, মাস্টার আব্দুর রহিম, মাস্টার আব্দুস সাত্তার, মাস্টার মহিউদ্দিন, মোঃ কুদ্দুস গাজী,  মোঃ ফারুক গাজী  জানান, মধ্যম বড়দল মেসের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বড়দল ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা গ্রামীণ রাস্তাটি ইটের সলিং দ্বারা নির্মাণ করা হয়।

‎জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে কথক কথক অংশে ভেঙে পুকুরের গর্ভে চলে গেছে। কিছু কিছু অংশ খাদের সৃষ্টি হয়েছে। পায়ে হেঁটে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। মোটরসাইকেল, বাইসাইকেল, ইঞ্জিন ভ্যান, পায়ে চলা ভ্যান, প্রাইভেটকার কোন কিছুই উক্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারে না।

‎এমনকি পায়ে হেঁটে চলাচল করার মত পরিবেশ নেই। বড়দল ইউনিয়নের বেহাল দশা মুক্তি পেতে সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী, আশাশুনি উপজেলা প্রকৌশলী এলজিইডি, উপজেলা নির্বাহী অফিসার আশা শুনি এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। রাস্তাটি চলতি অর্থ বৎসরে উন্নয়ন প্রকল্পের অন্তঃভুক্ত করা একান্ত জরুরি না হলে রাস্তাটি কয়েক অংশে পুকুরের মধ্যে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে গেলে চরম জনভোগান্তির স্বীকার হবে বড়দল বাজার, উত্তর বড় দল, বড়দার মিশন, মধ্যম বড়দল এবং বাইনতলার  গ্রামের হাজারো  মানুষ।

‎সে কারণে জরুরি ভিত্তিতে এলজিইডি বিভাগের আশাশুনি  উপজেলা প্রকৌশলী  সাথে যোগাযোগ করলে তিনি জানান, ২০২৫-২৬ অর্থ বছর মাত্র শুরু হয়েছে। তিনি জনগুরত্বপূর্ণ রাস্তাটি অতিদ্রুত পরিদর্শন পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।