/ “ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দাড়িপাল্লায় ভোট দিন”-মিয়া গোলাম পরওয়ার

“ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দাড়িপাল্লায় ভোট দিন”-মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “বিগত সময়ে একদলীয় লুটপাট, খুন-গুম, অপকর্ম আর দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছিল। ক্ষমতার অপব্যবহারে তারা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল। এখন আবার নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তাই আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিয়ে এদেশে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখতে হবে।”
মঙ্গলবার (১ জুলাই) ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে এক বিশাল সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “গত ১৬ বছরের শাসন আমল ছিল কালো অধ্যায়। পাঁচ আগস্টের ছাত্র-জনতার বিপ্লব সেই কালো অধ্যায়ের অবসান ঘটিয়েছে। যাতে আর কোনো কালো যুগ ফিরে না আসে, সেজন্য সচেতন থাকতে হবে।”

গোলাম পরওয়ার বলেন, “এই দেশে সব দলের শাসন মানুষ দেখেছে, এখন ইসলামপন্থীদের শাসন দেখার পালা। তাই আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের জোট গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে। ৩০০ আসনে সৎ প্রার্থী নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “ভোট একটি পবিত্র আমানত। অর্থ ও পেশিশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবেক দিয়ে ভোট দিতে হবে। সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়।”

সাবেক সংসদ সদস্য হিসেবে ২০০১-২০০৬ মেয়াদে নিজের কাজের প্রসঙ্গে তিনি বলেন, “আমি ফুলতলা-ডুমুরিয়ার জনপদকে সন্ত্রাসমুক্ত করেছি এবং এলাকার রাস্তাঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে কাজ করেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হারাম এক টাকাও গ্রহণ করিনি।”
আগামী নির্বাচনে নির্বাচিত হলে আবারো ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে দিনব্যাপী ফুলতলা ইউনিয়নের শিকিরহাট, দক্ষিণডিহি, ভাটপাড়া, ভদ্রপুকুর, বেজেরডাঙ্গা, বুড়িয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগে অংশ নেন গোলাম পরওয়ার। তিনি শিকিরহাট খেয়াঘাট ইউনিট কার্যালয় উদ্বোধন করেন এবং ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা যুবনেতা অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতারা, নারী ও অমুসলিম শাখার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।