এবার ফেসবুকে পোস্ট দিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) এক শিক্ষক। আতাউর রহমান নামের ওই শিক্ষক আজ বৃহস্পতিবার(১৭ জুলাই) থেকে ক্লাসে যাওয়ার কথা জানান।
পোস্টে উল্লেখ করা হয়, ‘আগামীকাল থেকে আমি ক্লাসে যাব। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।Enough is Enough! ।’ পাশাপাশি ওই শিক্ষক নিজের পোস্টের কমেন্টে লিখেছেন, ‘যে সকল সম্মানীত শিক্ষকবৃন্দ ক্লাস নিতে চান, আসেন একটা হোয়াটসএ্যাপ গ্রæপে আলোচনা করি।এভাবে কুয়েটকে চলতে দেয়া যায় না।’
অপর এক কমেন্টে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীরা ক্লাসে যাবে। যে সকল শিক্ষক উক্ত ক্লাসে যাবে না ওনাদের লিস্ট করে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’ এভাবে আরও অনেক কমেন্টস্ দেখা যাচ্ছে ওই পোস্টের নিচে। এ নিয়ে এখন কুয়েট সংশ্লিষ্টসহ খুলনার অনেক পেশাজীবির মধ্যেও চলছে আলোচনা।
গত ১৮ ফেব্রæয়ারি থেকে কুয়েটের ক্লাস-পরীক্ষা সব বন্ধ। প্রথমে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের ওপর স্থানীয় কিছু লোক জড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কুয়েট বন্ধ ঘোষণা করেন। সেই থেকে হল বন্ধ, শিক্ষার্থীদের ভিসি বিরোধী আন্দোলন, ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি, নতুন অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ, ২০ দিনের মাথায় সেই ভিসির পদত্যাগ এবং সর্বশেষ ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িক সময়ের জন্য ইউজিসির একজন পরিচালককে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধসহ আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা অর্পনের পর ওই শিক্ষকের এমন ঘোষণায় আশার আলো দেখা যাচ্ছে।