অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচে হ্যাটট্রিক করেন তৃষ্ণা রানী সরকার। বাকি গোলগুলো করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা।
প্রথমার্ধেই বাংলাদেশের গোলের ধারা শুরু হয়। ২০ মিনিটে সিনহা শিখা কর্নার থেকে হেডে প্রথম গোল করেন। ৩৩ মিনিটে শান্তি মার্ডির বাঁ পায়ের বাঁকানো কর্নার সরাসরি জালে জড়ায়। তিন মিনিট পর নবীরণ খাতুন হেডে তৃতীয় গোল করেন। বিরতির আগেই সাগরিকার পাস থেকে তৃষ্ণা রানী চতুর্থ গোল করে ব্যবধান বাড়ান।
দ্বিতীয়ার্ধেও থামেনি গোলমুখী আক্রমণ। ৭২ মিনিটে সাগরিকা নিজেই গোল করেন। ৮২ মিনিটে তৃষ্ণা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। যোগ করা সময়ে মুনকি আক্তারের গোলে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আগামী রোববার গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মারিয়া-তৃষ্ণারা।