“খুলনা শহরের পথশিশুদের সমস্যা ও স্থায়িত্ত¡শীল সমাধান” নিয়ে মঙ্গলবার সকালে কারিতাস আঞ্চলিক অফিস খুলনার সম্মেলন কক্ষে জেজেএস এর আয়োজনে ও দাতা সংস্থা কিন্ডারনটহিলফে এর অর্থায়নে পরিচালিত “শিশুদের যৌন নির্যাতন ও মাদকাসক্তি থেকে সুরক্ষায় শিশু ও কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের খুলনা শহরের পথশিশুদের সমস্যা ও স্থায়িত্ত¡শীল সমাধানের উপায় নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেজেএস’র নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ: দা:) শরীফ আসিফ রহমান,
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, খুলনা’র উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কার্যালয়, খুলনা’র উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকা এবং ইউনিসেফ খুলনা ফিল্ড অফিসের চীফ মো: কাউসার হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, পথশিশুরা যে রাতে ঘুমাতে পারেনা এর দায় সমাজের সকলের। কোন শিশু রেইলস্টেশনে ঘুমাক এটি কারও চাওয়া উচিত নয়। তাই সমস্ত স্টেকহোল্ডারদের সাথে আলোচনা এর একটা সঠিক সমাধান বের করলে সেটি টেকসই হবে। এসময় তিনি প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিতের প্রতি ও গুরুত্বারোপ করেন।
কেসিসির পক্ষ থেকে প্রতিটি পথশিশুর জন্মনিবন্ধন নিশ্চিতকরণ, কর্মসংস্থান নিশ্চিতকরণ ও কাউন্সিলিং প্রদানের প্রতি গুরুত্বারোপ করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা(অ:দা:)।
সভাটি পরিচালনা করেন জেজেএস এর ডিরেক্টর প্রোগ্রাম এমএম চিশতী এবং তাকে সার্বিক সহযোগিতা করেন প্রজেক্ট ম্যানেজার এম. হাছিবুল হাসান।