নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পুকুরে ডুবে আমেনা খানম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের আল-আমিন মুন্সীর একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা খানম দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পুরো উত্তর ডুমুরিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আমেনা ভীষণ প্রাণচঞ্চল ও আদরের ছিল। হঠাৎ এই মৃত্যুর খবরে এলাকাবাসী মর্মাহত।
নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “এটি নিছক একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”