স্টাফ রিপোর্টার: নগরীর খুলনা থানাধীন ব্রাদার্স ক্লাবের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা টিটু বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করেছে।
বুধবার(২৩ জুলাই) বিকেলে ব্রাদার্স ক্লাবের সামনের মাঠে এ ঘটনা ঘটে। আহত টিটুর পিতার নাম তমিজ উদ্দিন বিশ্বাস। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকাল ৫টার দিকে ব্রাদার্স ক্লাবের সামনে বিপরীতে একটি চায়ের দোকানে বসে টিটু বিশ্বাস বসে চা পান করছিলেন। সেখানে কয়েকজন যুবক এসে তাঁর সঙ্গে বাকবিতÐা শুরু করে। এক পর্যায়ের তাঁর শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত টিটু বিশ্বাস শঙ্কামুক্ত। মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।