এলাকায় শোকের ছায়া
কুষ্টিয়ার দৌলতপুরে দাফন সম্পন্ন হয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্থের ঘটনায় নিহত রজনী ইসলামের। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর কবরস্থানে মঙ্গলবার সকাল ৯টায় তাঁর দাফন সম্পন্ন হয়।
এরআগে মঙ্গলবার ভোরে সাদীপুর গ্রামের (শশুর বাড়ি) নিজ বাড়ীতে রজনী ইসলামের মরদেহ নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে ও শোকের ছায়া নেমে আসে গ্রামে।
নিহত রজনী ইসলামের ৩ সন্তানের মধ্যে ছোট মেয়ে ঝুমঝুম ইসলাম পঞ্চম শ্রেণীতে ও মেজ ছেলে রোহান ইসলাম ষষ্ঠ শ্রেণীতে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে। বড়ছেলে রুবাই ইসলাম এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। রজনী ইসলাম তার মেয়েকে নিতে স্কুলে গিয়েছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে। এসময় বিধ্বস্থ বিমানের লোহার টুকরো রজনী ইসলামের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিএমএইচে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার মেয়ে ঝুমঝুম ইসলাম স্কুল ছুটি হওয়ার পরপরই ক্যাম্পাস থেকে বের হওয়ায় দুর্ঘটনা থেকে সে প্রাণে বেঁচে গেছে বলে জানিয়েছেন তার বাবা জহুরুল ইসলাম।
নিহত রজনী দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। ব্যবসা সূত্রে তিনি পরিবার সহ ঢাকার উত্তরায় বসবাস করতেন। রজনী ইসলামের মৃত্যুতে তার পরিবার শোকে মুহ্যমান । এলাকায় নেমে এসেছে এসেছে শোকের ছায়া।