খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটের কোলা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ব্যাংকের কর্মরত কর্মকর্তা রুবা খাতুন জানান, সকাল বেলা অফিসে প্রবেশ করেই তিনি লক্ষ্য করেন যে অফিসের একটি জানালার গøাস ভেঙে ভিতরে পড়ে আছে। ভেতরে ঢুকে দেখা যায়, সিসি ক্যামেরা, একটি ডিভিআর এবং একটি মনিটর নিখোঁজ। অফিসের আলমিরাগুলো এলোমেলো অবস্থায় পাওয়া যায়। তবে ব্যাংকে নগদ কোনো টাকা ছিল না, এমন তথ্য ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
চুরির খবর পেয়ে মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।