ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ অভিযান চালায় ৫৮ বিজিবি।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১১টায় সামন্তা বিওপির টহল দল নিশ্চিন্তপুর গ্রামের মাঠের জুলু মিয়ার পাট ক্ষেতের পাশে সন্দেহজন বস্তু দেখতে পায়। পরে তল্লাশি চালিয়ে সেখানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মালিকবিহীন অবস্থায় ছিল বলে জানিয়েছে বিজিবি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, দেশের অভ্যন্তরে চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সব সময় কঠোর নজরদারিতে রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হবে।