/ চুয়াডাঙ্গা সীমান্তে ৩২ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ৩২ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে ৩১ লক্ষ ৫৬ হাজার ৭০৮ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গয়েশপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে একটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের ৬৪নং মেইন পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে গয়েশপুর কাদাবাগান নামক স্থানে এক মোটরসাইকেল চালককে চ্যালেঞ্জ করে।

মোটরসাইকেল চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩২ গ্রাম যার আনুমানিক মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জামা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।