/ খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রফিকুল ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার রাতে খুলনা আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রফিকুল ইসলাম রূপসা ইস্পাহানি গলির বাসিন্দা শাহজাহান সরদারের ছেলে। তিনি এক সময় আলিয়া মাদ্রাসার লেখাপড়া করতেন। বর্তমানে তিনি রূপসা ক্ষুদ্র সমবায় সমিতিতে চাকরি করেন।স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শিবির সন্দেহে অনেক নিরীহ ছাত্রকে নির্যাতন করেছে রফিকুল। অনেককে মারপিট করে পুলিশে ধরিয়ে দিয়েছে। তাকে মাদ্রাসা এলাকায় ক্ষুব্ধ মানুষ মারপিট করে পুলিশকে খবর দেয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন জানান, স্থানীয়রা রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।