/ কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম ব্র্যাকপাড়া লালুরমোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা একই এলাকার হাবিল সর্দারের স্ত্রী জোছনা খাতুন (৪৫) ও তার ছেলে বিপ্লব হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিপ্লব স্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে বাড়ি ফিরলে বাড়ির সামনে পড়ে থাকা বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়। এসময় মা ছেলেকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎপৃষ্ট হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব জানান, বৃষ্টির মধ্যে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে বাড়ি ফিরছিল ছেলে বিপ্লব। বাড়ির সামনে পড়ে থাকা বৈদ্যুতিক ছেড়া তারে বিদ্যুৎপৃষ্ট হলে ছেলেকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলে দু’জনই মারা যান। কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের হেফাজতে রয়েছে।