/ কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,(কুষ্টিয়া): কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় মঙ্গলবার সকাল ৬টা হতে বিকেল ৩টা পর্যন্ত মিরপুর উপজেলার ছত্রছাগা দক্ষিণপাড়া এলাকায় একটি পলিথিন গোডাউনে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাবিবুর বাসার ও ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।

অভিযানে ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১২ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা। এছাড়াও অভিযানে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে সোমবার রাত সোয়া ১০টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/৮-এস হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে হাতিশালা মাঠ নামক স্থানে হাবিলদার মো. আলমগীর আজাদের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে ভারতীয় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল মদ এবং ১২১ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬৬ হাজার ৬৫৫ টাকা।

একইদিন রাত ১১টার দিকে একই ব্যাটালিয়নের রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৭/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থানে হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজিবি’র টহল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৫ হাজার ৬০০টাকা। রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ধর্মদহ গ্রামে নায়েব সুবেদার মো. কাইয়ুম হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৪০০ টাকা। উদ্ধার হওয়া মাদকের সর্বমোট সিজার মূল্য ১৫ লক্স ২১ হাজার ১৫৫ টাকা।

পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়েছে এবং নিষিদ্ধ পলিথিন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তওে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।