/ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কম, জিপিএ-৫ পেয়েছে ১.৩৯ লাখ শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কম, জিপিএ-৫ পেয়েছে ১.৩৯ লাখ শিক্ষার্থী

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার একযোগে প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।


এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করে। তবে পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন, যার মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী এবং ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র।


ফলাফলে পাস করেছেন মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণকারীদের তুলনায় ৬৮.৪৫ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, এই হার গত বছরের ৮৩.০৩ শতাংশ থেকে ১৪.৫৮ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯।

বোর্ড ভিত্তিক পাসের হারঃ রাজশাহী ৭৭.৬৩, যশোর ৭৩.৬৯,কারিগরি ৭৩.৬৩, চট্টগ্রাম ৭২.০৭, সিলেট ৬৮.৫৭,
মাদ্রাসা ৬৮.০৯, ঢাকা ৬৭.৫১,দিনাজপুর ৬৭.০৩, কুমিল্লা ৬৩.৬০
ময়মনসিংহ ৫৮.২২, বরিশাল ৫৬.৩৮।

পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, অন্যদিকে সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে।এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন এবং ছাত্রী ১ লাখ ৩৯ হাজার ৩২০ জন।মোট পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯৬,৯৩৫ জন ও ছাত্রী ৯৮,১৮০ জন।পাসের হার ৬৮.০৯%।ছাত্রদের পাসের হার ৬৫.৮৩% ও ছাত্রীদের পাসের হার ৭০.৪৭%।জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৬ জন।এর মধ্যে ছাত্র ৪,৮৮৭ জন ও ছাত্রী ৪,১৭৯ জন।পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান।