গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা খুলনায় একরাত অবস্থান শেষে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে খুলনা সার্কিট হাউজ ও হোটেল সিটি ইন থেকে দলটির কেন্দ্রীয় নেতারা যাত্রা করেন।
খুলনা এনসিপির মুখ্য সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত জানান, কেন্দ্রীয় নেতারা যশোর হয়ে ফরিদপুরে যাচ্ছেন। সেখানে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন এনসিপি নেতারা।
খুলনা ত্যাগের সময় বহরে ছিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫ জুলাই গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে এনসিপি কর্মী-সমর্থকদের আহত হওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এনসিপি সূত্রে জানা গেছে, ফরিদপুরের কর্মসূচি শেষে আগামী দিনে দলটি রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলাতেও পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করবে। এনসিপি’র দাবি, এ কর্মসূচির মাধ্যমে তারা “জুলাই গণহত্যা”র বিচার, সাংবিধানিক সংস্কার ও “গণতান্ত্রিক পুনর্বিন্যাসের” দাবি তুলে ধরবে।
সতর্ক পর্যবেক্ষণে প্রশাসন পদযাত্রা ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।