/ “আসন্ন নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যালট বিপ্লবের আহ্বান”: মিয়া গোলাম পরওয়ার

“আসন্ন নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যালট বিপ্লবের আহ্বান”: মিয়া গোলাম পরওয়ার

“জনগণ আর দুঃশাসন ও লুটপাটের বাংলাদেশে ফিরে যেতে চায় না”—এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দেশের মানুষ এখন একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র চায়, যেখানে থাকবে না জুলুম-নির্যাতন, দুর্নীতি ও বৈষম্য। জামায়াতে ইসলামী তেমন একটি রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছে।”

বুধবার (২৩ জুলাই) বিকেলে খুলনার শিরোমণি হাফিজিয়া মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির আহ্বায়ক মুন্সি মিজানুর রহমান, পরিচালনা করেন সদস্য সচিব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। এতে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা শূরা সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ফুলতলা ও ডুমুরিয়ার নেতৃবৃন্দসহ বহু স্থানীয় নেতাকর্মী।

সেক্রেটারি জেনারেল বলেন, “বাংলাদেশের জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক হলেও আজ তারা রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত। সংসদ হয়ে উঠেছে দুর্নীতির দুর্গ। অথচ জামায়াতের দুই মন্ত্রীর মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। টেকসই উন্নয়ন গড়তে হলে প্রয়োজন সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব।”

তিনি আরও বলেন, “দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম হলেও কুরআনের শাসন কায়েম হয়নি। যদি শাসকদের ভিতর আল্লাহর ভয় থাকতো, তবে এত অন্যায়, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি হতো না। কুরআনের আইন প্রতিষ্ঠা করতে ইসলামপন্থীদের সংসদে পাঠাতে হবে।”
এর আগে সকালে তিনি ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। জামিরা বাজারে পথসভায় তিনি বলেন, “আল্লাহর রাসূল (সা.) যেমন মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, কুরআন ও সুন্নাহর ভিত্তিতে তেমন একটি কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান তরুণ প্রজন্ম মেধাভিত্তিক, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম। তাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে এগিয়ে আসুন।”

পথসভায় সভাপতিত্ব করেন জামিরা ইউনিয়ন আমীর মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক কুদ্দুস, ছাত্রশিবির, যুব বিভাগসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে অধ্যাপক পরওয়ার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাম্প্রতিক সময়ে প্রয়াত ব্যক্তিবর্গের কবর জিয়ারত করেন।

সামগ্রিকভাবে তিনি বলেন, “ইসলামপন্থীদের মাঝে বিভেদ দূর করে একটি ভোট বাক্সে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া দেশের রক্ষা নেই। ব্যালট বিপ্লবের মাধ্যমে শাসক শ্রেণির পরিবর্তন ঘটাতে হবে।”