/ আফিল গেটে ট্রেন-ট্রাক সংঘর্ষে একজন নিহত, খুলনা-ঢাকা সুন্দরবন ট্রেন আড়াই ঘন্টা বিলম্ব

আফিল গেটে ট্রেন-ট্রাক সংঘর্ষে একজন নিহত, খুলনা-ঢাকা সুন্দরবন ট্রেন আড়াই ঘন্টা বিলম্ব

খুলনা মহানগরীর আফিল গেটে ট্রেন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত ও অন্তত: ৩০জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় আড়াই ঘন্টা বিলম্বে ছাড়ে। এছাড়া খুলনা-যশোর ও যশোর-মোংলা সড়কের যান চলাচলও বন্ধ হয়ে যায়। রাত ১২টার পর দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে খুলনা স্টেশনে নেওয়ার পর যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম খান(৬৫) এবং তিনি একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য। তিনি ঝিনাইদহ জেলার সদর থানাধীন খাজুরা পূর্বপাড়া এলাকার মৃত: আসমত আলী খানের পুত্র।


ট্রেন দুর্ঘটনায় আরও ২৫/৩০জন আহত হলেও তাদেরকে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আটজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। এরা হলেন, যশোরের অভয়নগর থানার নওয়াপাড়ার সুমনের পুত্র সাদমান(৬), যশোর সদর থানাধীন সেখহাটির হাফিজুরের পুত্র মারুফ(১৭), খুলনার বটিয়াঘাটা থানার হাটবাটির মোশারফের পুত্র মিন্টু(৪৫), খুলনার আড়ংঘাটা থানার গাইকুড়ের মৃত: শেখ রুস্তম আলীর পুত্র শেখ সাইদুল আজম(৫০), খুলনার খালিশপুরের বাস্তুহারা এলাকার আব্দুর রহিমের পুত্র সোহেল(৩৪), খুলনার রূপসা থানার কাজদিয়ার আশিষের মেয়ে লাবণ্য(১৫), খুলনার দৌলতপুরের রনজিত পালের পুত্র বিপ্লব(২৬) এবং যশোরের বসুন্দিয়ার ইয়াকুব মোল্লার পুত্র মাহমুদ হোসেন(৪০)।


খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৮ টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এসময় একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে বন্ধ হয়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর তিনি জানেন না।


খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেনের বরাত দিয়ে আমাদের খানজাহান আলী থানা সংবাদদাতা জানান, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টাট বন্ধ হয়ে যায়। এসময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তবে এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লোকমুখে শুনেছেন আহত ওই ব্যক্তি মারা গেছেন।


খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন পূর্বাঞ্চলকে জানান, আফিলগেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে খুলনা-ঢাকা সুন্দরবন ট্রেনটি বিলম্বে ছাড়ে।
খুমেক হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডাঃ আশরাফ হোসেন বলেন, রাত ১০টা পর্যন্ত আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়ে এবং এক ব্যক্তি নিহত হয়েছেন।